তারিখঃ২০/০৩/১৭
নামঃসায়ন নাথ
।।খুশি।।
শ্যামল বরণ মাটি আমার
ময়ূর পালক আকাশ আমার
ওড়ে শুধু মন আমার
যখন তখন ভাই।
চোখের কাজল জল দীঘির
সোনার আলো মাখে তিমির্
সাতরে যে মন ইচ্ছে করে
দূরপানেতে যাই।
গাছে গাছে ফুলের মেলা
শালুক ফোটে সকালবেলা
পুষ্প সুবাস মেখে গায়ে
তুলে আনি তাই।
শীতের দিনে আমলকি বন্
বাদলা দিনে নুপুর বাজন্
বসে বসে ছন্দ ভাজি
কল্পনাতে পাই।
বসন্তের এই কোকিল গানে
শরৎকালে পুজোর টানে
ছুটে বেড়াই,গায়ের পথে
মোরা বসে নাই।
সারির গানে মত্ত যারা
নৌকা নিয়ে দূরে তারা
তালে তালে ছলাৎ ছলে
ওরা বৈঠা বায়।
ছুটির দিনে পাঠশালা ভাই
পড়াশুনার বেলায় যে নাই
ছুটি আমি মাসির বাড়ি
বইটা ফেলে তায়।
আকাশ কোণে কালো মেঘে
দেখা দিলে ছোটে বেগে
ময়ূর তারা নাচে তালে
ধিতাং ধিতাং ধাই।
নামঃসায়ন নাথ
।।খুশি।।
শ্যামল বরণ মাটি আমার
ময়ূর পালক আকাশ আমার
ওড়ে শুধু মন আমার
যখন তখন ভাই।
চোখের কাজল জল দীঘির
সোনার আলো মাখে তিমির্
সাতরে যে মন ইচ্ছে করে
দূরপানেতে যাই।
গাছে গাছে ফুলের মেলা
শালুক ফোটে সকালবেলা
পুষ্প সুবাস মেখে গায়ে
তুলে আনি তাই।
শীতের দিনে আমলকি বন্
বাদলা দিনে নুপুর বাজন্
বসে বসে ছন্দ ভাজি
কল্পনাতে পাই।
বসন্তের এই কোকিল গানে
শরৎকালে পুজোর টানে
ছুটে বেড়াই,গায়ের পথে
মোরা বসে নাই।
সারির গানে মত্ত যারা
নৌকা নিয়ে দূরে তারা
তালে তালে ছলাৎ ছলে
ওরা বৈঠা বায়।
ছুটির দিনে পাঠশালা ভাই
পড়াশুনার বেলায় যে নাই
ছুটি আমি মাসির বাড়ি
বইটা ফেলে তায়।
আকাশ কোণে কালো মেঘে
দেখা দিলে ছোটে বেগে
ময়ূর তারা নাচে তালে
ধিতাং ধিতাং ধাই।
No comments:
Post a Comment