Total Pageviews

Tuesday, 14 November 2017

**পুজোর রব**

তারিখঃ১৮/১১/১৫
নামঃসায়ন নাথ

   ।।পুজোর রব।।

শিউলিগাছে ফুল ফুটেছে
হাওয়া লেগেছে কাশে,
জল সরিয়ে পাশ কাটিয়ে
ঐ যে নৌকা আসে।

পাড়ায় পাড়ায় ধুম লেগেছে
বাশঁ কাপড় সব আনিয়ে,
কে হইবে সর্বসেরা
প্যান্ডেলটা বানিয়ে।

আমরা আবার নতুন জামার
সংখ্যা গুনছি বসে,
পেজা পেজা তুলোর ভেলা
ঐ আকাশে ভাসে।


কৈলাসে মা ব্যস্ত এখন
যাবে বাপের বাড়ি,
গণ-কার্তিক শুধুই বলে
চল তাড়াতাড়ি।

বাবা কাকারা সবাই দেখ
করছে রিহার্সাল,
আমাদের তো ভীষণ মজা
ছুটি পড়ছে কাল।।

No comments:

Post a Comment