তারিখ:২৮/০৮/১৫
নাম:সায়ন নাথ
।।পূর্ণিমা।।
গগনে উঠিল চন্দ্র ভেসে,
শান্ত শীতল স্নিগ্ধ বাতাসে
ভুবন নাচিল তন্দ্রা শেষে,
ছুটিল মেঘের দল।
পাগল মনেতে নাইকো বাঁধা
নাইকো জটিল জীবন ধাঁধা,
আসগো ছুটিয়া চন্দ্রা দাদা
বিকশিত শতদল।
দিগ্ দিগ্ দিগন্ত জুড়ে
যেথায় স্বপ্ন উঠিল ফুড়ে
দেখোগো সেথায় নদীর পাড়ে
কাশফুলে ঢাকা বন।।
নাম:সায়ন নাথ
।।পূর্ণিমা।।
গগনে উঠিল চন্দ্র ভেসে,
শান্ত শীতল স্নিগ্ধ বাতাসে
ভুবন নাচিল তন্দ্রা শেষে,
ছুটিল মেঘের দল।
পাগল মনেতে নাইকো বাঁধা
নাইকো জটিল জীবন ধাঁধা,
আসগো ছুটিয়া চন্দ্রা দাদা
বিকশিত শতদল।
দিগ্ দিগ্ দিগন্ত জুড়ে
যেথায় স্বপ্ন উঠিল ফুড়ে
দেখোগো সেথায় নদীর পাড়ে
কাশফুলে ঢাকা বন।।
No comments:
Post a Comment